
জুয়েল মিয়া, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা উপজেলা বাবুর চর পদ্মা নদীতে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন নৌ জান থেকে আদায় করছিল চাঁদাবাজি করার সময় নৌ পুলিশের হাতে আটক হন।
মঙ্গলবার (৭ মে) খ্রিঃ ১২.৫৫ জাজিরা থানাধীন বাল্কহেড থেকে জোর পূর্বক চাঁদা আদায়ের সময় বাল্কহেড শ্রমিকদের মোবাইল ফোনে সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট নৌ পুলিশ চারজন চাঁদাবাজ আটককৃতরা হলেন ১. ইব্রাহিম খালাসী(৩২) ২. আলী আহম্মদ(৩৫) ৩.রায়হান মাঝি(১৮) ৪. আবদুল কদ্দুচ(১৫) দের ০২ টি ইঞ্জিন চালিত ট্রলার এবং জোর পূর্বক আদায়কৃত ১৬০০/ টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। ইব্রাহিম খালাসীর বিরুদ্ধে ইতঃপূর্বে চাঁদাবাজির ০৩ টি মামলা, আলী আহম্মদ নামে একটি জিডির তথ্য পাওয়া গেছে।
নৌ পুলিশের মাঝিরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেন আমরা সাথে সাথে৷ ঘটনা স্থলে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।