
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে জোর পূর্বক প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে প্রভাবশালী আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসানের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের আলীরগাঁও গ্রামের মালোশিয়া প্রবাসী মো.মঙ্গল মিয়ার বাড়িতে।সরজমিনে গিয়ে দেখা যায়,ওই বাড়িতে কোন পুরুষ নেই। ওই বাড়িতে শুধু তিনজন নারী বসবাস করছে।এমন সুযোগ পেয়েই মালোশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার বাড়িতে কাটা ও জালের বেড়া দিয়ে তার ৯ শতাংশ ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসান।
এই অবস্থায় মালোশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার স্ত্রী রেহেনা বেগম গত শুক্রবার সকালে ঘর থেকে বের হতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে এরপরই তিতাস থানা পুলিশ উদ্ধার করে ওই ভুক্তভোগী পরিবারকে।আরও জানা যায়,নিরীহ ওই প্রবাসীর স্ত্রী-পুত্রবধূসহ তার মেয়ে বসতবাড়ী ও ভূমিতে বসবাস করলে তাদেরকে প্রায় সময় মারধর করাসহ হত্যার হুমকি দিয়ে আসছে আবু মিয়া ও তার পরিবারের লোকজন।
এই ঘটনার বিষয়ে প্রবাসীর স্ত্রী ভূক্তভোগী রেহেনা বেগম(৪৫) বলেন,আমার স্বামী ও ছেলে প্রবাসে থাকে। আমার স্বামী ৫ শতাংশ ভূমি আবু মিয়ার কাছে বিক্রি করেছে। কিন্তু আমার স্বামী দেশে না থাকায় এই সুযোগে একই গ্রামের আম্বর আলীর ছেলে আবু মিয়া(৫০) তার স্ত্রী নাজমা বেগম(৪০),তার ছেলে নাজমুল হাসান(২০) বড় ছেলে ইসমাইলের স্ত্রী রুনা আক্তার (২৫) আমাদের বসতবাড়ির ৯ শতাংশ ভূমি জোর পূর্বক দখলে নিতে বসতবাড়িতে কাটা ও জালের বেড়া দিয়ে আমাদেরকে ঘর বন্ধী করে রাখে। আমরা ঘর থেকে বের হতে চাইলে তারা আমাদের উপর কয়েকবার হামলা চালায়। তখন আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে তিতাস থানা পুলিশ এসে কাটা ও বেড়া সরিয়ে আমাদেরকে উদ্ধার করে। আমরা এই ঘটনার বিচার চাই।
এব্যাপারে অভিযুক্ত আবু মিয়া বলেন, মঙ্গল মিয়ার কাছ থেকে ৫ শতাংশ ভূমি আমার শ্যালায় কিনেছে।আর বাকি ৯ শতাংশ ভূমি মঙ্গল মিয়া আমার কাছ থেকে টাকা নিয়ে আমার নামে স্ট্যাম্প করে দিয়েছে।ওই স্ট্যাম্পে উল্লেখ করা আছে ৯ শতাংশ ভূমির কথা। তাই আমি আমার জায়গায় বেড়ে দিয়েছি,আমরা কারো উপরে হামলা করিনি, মারধরও করিনি। এদিকে অভিযুক্ত আবু মিয়ার কাছে ৯ শতাংশ জমি ক্রয়ের স্ট্যাম্প দেখাতে বললে, তিনি দেখাতে পারেনি।
এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস জানান,জায়গা সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।