
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে কুমিল্লা জেলা পরিষদ সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ ৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।
এসময় নিজেদের পছন্দের প্রতীক পেয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে আনন্দ-উল্লাস দেখা যায়।প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম (আনারস প্রতীক), একে এম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল প্রতীক), মো. শহীদুল্লাহ (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচনে লড়বেন।
এছাড়াও উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মকবুল হোসেন পাঠান (তালা প্রতীক), মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি), এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট খন্দকার হালিমা (হাঁস প্রতীক), নাজমা হক (ফুটবল প্রতীক), সোমা আক্তার আলো (কলস প্রতীক) পেয়েছেন।
প্রতীক পাওয়ার পরই প্রার্থী ও তাদের সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন।পছন্দের প্রতীক নিয়ে ভোটারদের নিকট ভোট চাওয়া শুরু করেছেন।এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, আগামী ৫ই জুন হোমনা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।