
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সেফটি টাংকিতে ডুবে সাড়ে তিন বছরের কায়েছ নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু কায়েছ একই উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের সৌদি প্রবাসী কাউছার আহমেদের ছেলে।সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।স্থানীয়রা জানান, আজ দুপুরে জাকির হোসেনের নাতি কায়েস খেলা করতে করতে সবার চোখ ফাকি দিয়ে বাড়ির দক্ষিন পাশে তারই নানার নির্মাণকৃত সেফটি টাংকিতে ডুবে মারা গেছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো.আল আমিন বলেন, হাসপালে আনার আগেই শিশুটি মারা গেছে।পরে তার পরিবারের লোকজন শিশুটি নিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।