
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মরহুম নাছির আলম মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শুক্রবার বিকেলে উপজেলার উত্তর আকালিয়া মাদ্রাসা মাঠে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলায় স্বপ্ন পূরন একাদশ বনাম জিয়ারকান্দি একাদশ অংশগ্রহণ করেন।
এসময় ৩৫ মিমিট করে ৭০ মিনিটের খেলায় ২-০ গোলে জিয়ারকান্দি একাদশকে হারিয়ে স্বপ্ন পূরন একাদশ বিজয় অর্জন করে সেনিফাইলে জায়গা করে নেয়।খেলায় অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক ও স্বপ্ন পূরণ ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান কিরণ, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান,তুহিন আহমেদ,স্বপন মিয়া,কামাল উদ্দিন,হজরত আলী,মফিজুল ইসলাম বশির,ইমন আহমেদ, সাকিব খান শুভসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এসময় বিজয়ী দল স্বপ্ন পূরন ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান কিরণ জানান,আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন পূরনের প্রতিটি ধাপ অতিক্রম করে যাচ্ছি।আজ এই কোয়ার্টার ফাইনালে ম্যাচটি খুব সুন্দর ভাবে খেলোয়াড়রা খেলেছে।আমি টুর্নামেন্টের অংশগ্রহণকারী খেলোয়াড়সহ আয়োজক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।