
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দশ হাজার লিটার অবৈধ সালফিউরিক এসিডসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত ১ টার দিকে উপজেলার বেতকা এলাকায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাশে উত্তর পাইকপাড়া একটি টিনশেড বিল্ডিংয়ে
নিবির ট্রেডার্স নামক দোকান থেকে এই অবৈধ এসিডসহ ৩ জনকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ১। সাহিদ শেখ, শ্রীনগর উপজেলার দেউলভোগ শিমুলপাড়া এলাকার করিম চৌকিদারের ছেলে, সাগর শেখ, টংগীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে ও ট্রাক চালক মোঃ মিঠু ভোলার তজিমুদ্দিন উপজেলার তজিমুদ্দিন এলাকার মোঃ কুটি মিয়ার ছেলে।
জেলা ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের এসআই মোঃ রফিক এর নেতৃত্বে অন্যান্য অফিসার ফোর্স ২৩মে টংগীবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ১ টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উত্তর বেতকা এলাকার পলাতক আসামী আমান শেখ (৫০) এর নিবির ট্রেডার্স নামক দোকানে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ট্রাক ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাহিদ শেখ,সাগর শেখ ও ট্রাক চালক মোঃ মিঠুকে গ্রেফতার করেন।
এসময় উত্তর বেতকা এলাকার ফরমান শেখের ছেলে মোঃ আমান শেখ (৫০) দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনদের সামনে ধৃত আসামীদের দখল হতে একটি ট্রাক ও দোকানে অবৈধ ভাবে বিক্রয় ও মজুদে উদ্দেশ্যে রাখা ২শত টি নীল ড্রামে ভর্তি সালফিউরিক এসিড যার ওজন দশ হাজার লিটার ও এসিড বহন করা একটি ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা ডিবি পুলিশের এস আই মোঃ রফিক পিপিএম জানান, পলাতক ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এসিড আইনে মামলা হওয়ার পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।