
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থাণীয় সুত্রে জানা গেছে, উপজেলার হাসাইল বাজার এলাকার রমিজ উদ্দিন হাওলাদার ছেলে শহিদুল হাওলাদার এর থেকে একই এলাকার মতি মোল্লার ছেলে কাদির মোল্লা কিছুদিন আগে ১৭ হাজার টাকার কাঠ কিনেন। সে সময় কাঠের মূল্য ১৬ হাজার টাকা পরিশোধ করে ১ হাজার টাকা বাকি রাখেন।
গতকাল ১জুন শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাওনা টাকা নিতে এসে কাদির মোল্লাকে অকথ্য ভাষায় গালাগালি করেন শহিদুল হাওলাদার।
এ সময় কাদির মোল্লা টাকা পাবেন টাকা নিবেন গালাগালি করেন কেনো বলিলে শহিদুল হাওলাদার ক্ষিপ্ত হয়ে কাদির মোল্লাকে চর থাপ্পড় মারে। পরে উভয় পক্ষের হৈচৈ শুনে বাজারে থাকা লোকজন এসে উভয় পক্ষকে শান্ত করে পাঠিয়ে দেয়।
এ ঘটনার প্রায় এক ঘন্টা পরে রাত সাড়ে ১০টার দিকে শহিদুল হাওলাদার ও তার ছেলে সাইফুল ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে কাদির মোল্লার দোকানে হামলা চালায়। এ সময় জীবন রক্ষার্থে কাদির মোল্লা তার মামা শশুর বাবুল বালার বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার পথে কাদির মোল্লার উপর হামলা চালায় শহিদুল হাওলাদার গংরা। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। পরে এলাকাবাসী কাদির মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব আলি আমাদের কে দুপুর ২ টার দিকে বলেন, হামলার সিকার ভুক্তভোগীর স্বজনরা থানায় অভিযোগ দায়ের করতে আসছে। অভিযোগ দায়ের সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।