
এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মেসার্স আলম শাহ্ ট্রেডার্সে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বিকেলে উপজেলার বন্দরামপুরের মেসার্স আলম শাহ্ স্যানিটারী ও হার্ডওয়াটার এন্ড ইলেকট্রিক দোকানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের বন্দরামপুর স্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত মেসার্স আলম শাহ্ ট্রেডার্সের প্রোঃ আবদুল কাদির জিলানী (নিরব) বলেন, মেসার্স আলম শাহ্ ট্রেডার্সের পাশাপাশি মেসার্স আলম শাহ্ স্যানিটারী ও হার্ডওয়াটার এন্ড ইলেকট্রিকের দোকানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আজকে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখন থেকে আর কেউ বিল্ডিং নির্মাণের মালামালের জন্য যেতে হবে না গৌরীপুর,কুমিল্লা ও ঢাকায়।এখন থেকে আমাদের দোকানেই পাবেন রড,সিমেন্ট,রং,স্যানিটারী ও হার্ডওয়াটার এন্ড ইলেকট্রিকের সকল প্রকার মালামালসহ বিল্ডিং নির্মাণের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা দামে।
উপজেলার কড়িকান্দি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আলী হোসাইনের মিলাদ- মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে মেসার্স আলম শাহ্ স্যানিটারী ও ইলেকট্রিক এন্ড হার্ডওয়াটারী দোকানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.রাজা মিয়া সওদাগর,আবুল কাসেম মেম্বার,শাহ আলম মেম্বার,মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মো.অলিউর রহমান,মাওলানা আবু তাহের, মাওলানা সাইফুল ইসলাম,হাফেজ মো.আরিফুল ইসলাম,মো.সজিব মোল্লা, শাহ জালাল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।