
মোঃ মেহেদী হাসান, বরিশাল প্রতিনিধিঃ ষষ্ঠ ধাপে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ন ইং, রোজ রবিবার ভোট গ্রহন ষেশে ৪০ হাজার ৪৪৩ চারশত তেতাল্লিশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন, জনাব মোঃ মনির হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশিষ্ট শিল্পপতি মোঃ হাবিব মাতবার, ৩নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ আল আমিন হাওলাদার ও চাঁদশী ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত মোঃমিলন হাওলাদারের নেতৃত্বে, আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ রাসেদ হাওলাদার, যুবলীগ নেতা, মোঃ সজিব তালুকদার, মোঃ সাইমুন তালুকদার, মোঃ আরসাদ হাওলাদার, মোঃ শিপন খান,মোঃ রনি,মোঃ আবির হাওলাদার, ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি হাওলাদার সহ, স্থানীয় অন্য অনন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।