
এস এ ডিউক ভূইয়া, কুমিল্লা থেকেঃ
কুমিল্লা পিটিআই কতৃক আয়োজিত দীর্ঘ ছয় মাস ট্রেনিং শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও সুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ট শুদ্ধাচার পুরস্কার পেলেন-তিতাস উপজেলা কাপাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজুরুন নাহার।
গত বুধবার (১২জুন) দুপুর ২ টায় কুমিল্লা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হল রুমে দীর্ঘ ছয় মাস ট্রেনিং শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ট তিন জন প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন পিটিআই সুপারিনটেন্ডেন্ট অর্চণা কুন্ড।
এসময় উপস্থিত ছিলেন সহকারী সুপারিন্টেনডেন্ট দেলোয়ারা কুলসুম,রৌশন আরা চৌধুরী,ইন্সট্রাক্টর সাধারণ মো.আবদুল গফুর,মো.আবদুর রশিদ,মো. গোলাম হাক্কানী,মো.শাহিন সারোয়ার,মীর আনিসুজ্জামান ইমন,আইরিন আক্তার রিংকি, সাইফুল ইসলাম তালুকদার,তানভীরা তাসনীম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।