
রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৩ জুন) দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক "আমার সংবাদ" পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন বিকালে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)এঁর কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির ১১ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক 'আমার সংবাদ' পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল (প্রেসক্লাব) পুরাতনের সভাপতি ও দৈনিক "ইত্তেফাক" প্রতিনিধি কবি ও গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও'র প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন আমার সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক "কালবেলা" প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক "বাহান্নর আলো" প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ও "উত্তর বাংলা" প্রতিনিধি কুসমত আলী।
এছাড়াও দৈনিক "সকালের সময়" প্রতিনিধি লেমন সরকার, দৈনিক "মুক্ত খবর" প্রতিনিধি মহসিন আলী,দৈনিক "জবাবদিহি" প্রতিনিধি সুজন আলী, দৈনিক "দেশ বাংলা"প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক "আজকের বসুন্ধরা" প্রতিনিধি মেহেদী হাসান ও দৈনিক "মানবাধিকার প্রতিদিন" পত্রিকার প্রতিনিধি আব্দুল জব্বারসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দৈনিক "আমার সংবাদ"পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারসহ পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।