
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে চলছে ভোটগ্রহণ।
বুধবার (২৬ জুন) সকাল ৮টায় আরম্ভ হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে। ১৪ টি ভোট কেন্দ্রের ১০৬ টি ভোট কক্ষে পৌর এলাকার ৩৭ হাজার ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮৫৮ জন এবং নারী ভোটার রয়েছেন ১৮ হাজার ৩৮৫ জন।
নির্বাচনে শুধু মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভার সদ্য সাবেক মেয়র হারিচুরর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করায় এই পদটি শূন্য হয়।
পৌরসভার আওতাধীন নয়টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে পূর্বের জনপ্রতিনিধিরা বহাল থাকায় এ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
১৯৯৬ সালে গঠিত ১২ বর্গ কিলোমিটার আয়তনের গৌরনদী পৌর এলাকায় বসবাস করেন প্রায় ৫০ হাজার বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।