
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি || বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের সময় ‘ঘুষের টাকাসহ’ তিন ভোট কর্মকর্তাকে আটক করা হয়েছে ৷
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন।
বুধবার সকাল ৮টায় এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিন গৌরনদীতে মেয়র পদে ও তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, সকালে গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনে ৯ নম্বর কেন্দ্রে (সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উত্তর পাশের ভবন, উত্তর বিজয়পুর পুরুষ কেন্দ্র) বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ভোটগ্রহণের কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রিজাইডিং অফিসার মো. সাইদুর রহমান, দুই সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন ও সঞ্জয় কুমার ভদ্রকে পুলিশের সহায়তায় ১৮ হাজার টাকাসহ আটক করেন।
প্রিজাইডিং অফিসার মো. সাইদুর রহমান সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক।
সহকারী প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সঞ্জয় কুমার ভদ্র জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর মাঠ সমন্বয়কারী।
আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শরিফুল আলম বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল প্রতীক) পক্ষে তার সমর্থকরা ওই প্রার্থীর পক্ষে সহায়তা করার জন্য টাকাগুলো দিয়েছিলেন।
ইসির এ কর্মকর্তা জানান, আটকদের গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।
https://youtu.be/lsMByBF95oE
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।