
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবার এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩৮১৯ জন শিক্ষার্থী। আজকের প্রথম পরীক্ষায় কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রোববার (৩০ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর থেকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন ও ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।তারা যে কোনো ধরনের অসদুপায় এড়াতে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ধামরাই উপজেলার ৩৮১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৩১৫৫ জন, আলিম পরীক্ষার্থী ৮৮ ও কারিগরি বিভাগের পরীক্ষার্থী ৫৭৬ জন। ধামরাইয়ে মোট ০৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।