
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের আলীরগাঁও হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের বরাদ্দ দেন কুমিল্লা-১(দাউদকান্দি
তিতাস)আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর।
গত শনিবার সকালে উপজেলার আলীরগাঁও হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাাণ কাজের শুভ উদ্বোধন করা হলে গতকাল রবিবার সকাল ৯ টার দিকে আলীর গাঁও গ্রাম হইতে শাহবৃদ্ধি জলারপাড় পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের পরিদর্শন করেন মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া ও গৌরীপুর বাজারের আনিস মার্কেটের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম ভূইয়া বাবুল।এসময় উপস্থিত ছিলেন ফজলুল হক মেম্বার, মো.বাদশা মিয়া,মো.মঙ্গল মিয়া সরকার,মো.সেলিম মিয়া,মো.মোবারক হোসেন, মো.বাবুল মিয়া,মো.কবির হোসেন,নাজিমুদ্দিন ভূইয়া,মুক্তার হোসেন, আবু কালাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।