
জগন্নাথপুর প্রতিনিধি :
শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ দুর্নীতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন না করায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও স্থানীয় এলাবাসী।
৩০ জুন রবিবার দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তরা বলেন, প্রধান শিক্ষক এমদাদুল হক দায়িত্বগ্রহণের পর থেকে ম্যানেজিং কমিটি সাথে সমন্বয় না করে মনগড়াভাবে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নানা অজুহাতে ব্যক্তিগত খরচ দেখিয়ে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সংক্রান্ত অভিযোগে প্রেক্ষিতে অধিদপ্তরের রায় প্রতিপালন না করার পাশাপাশি রাতের আঁধারে এডক কমিটি গঠন করে নিয়ম বহির্ভূত ভাবে কার্যক্রম পরিচালনা করার প্রতিবাদ জানান তারা। অনতিবিলম্বে দুর্নীতি দায়গ্রস্ত এই প্রধান শিক্ষকের অপসারণ করতে সংশ্লিষ্টদের দৃষ্টি অকর্ষন করেন আন্দোলনকারী।
এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রাজা মিয়া,বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো.ছায়াদ মিয়া,চিলাউারা বাজার কমিটির সভাপতি আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য মো,আবু তাহের, মাওলানা শেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, জামাল আহমদ, সাবেক ইউপি সদস্য বাবুল মাহমুদ, সমাজ সেবক জমাত আলী, লেমন মিয়া,লন্ডন প্রবাসী আব্দুল আলিম, সমাজ সেবক রফিকুল ইসলাম তাজ, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম,আজির উদ্দিন, হাজী সেবুল মিয়া,আব্দুল গফ্ফার,রুহেল মিয়া,সমির খান, আঙ্গুর মিয়া, আবদুল কাদির,হাজী আনোয়ার হোসেন, তাজুদ মিয়া, শাহজাহান মিয়া,তাজ উদ্দিন,সেলিম আহমদ, আব্দুল আলিম মিজানুর রহমান,প্রমুখ।
পরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি চিলাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।