
কুমিল্লার তিতাসে দুই দিন ব্যাপী ৫২ তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে শীতকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক- উর- রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহাম্মদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।