
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম সুমনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্যা শোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে পাচগাও ওহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির নির্বাচন চলছিল। দুপুরে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে প্রতিপক্ষের কথাকাটাকাটি হয় ।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তর জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।