
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ধামরাই বাজারের মনির প্লাজায় আইএফআইসি ব্যাংকের ধামরাই শাখায় এ উৎসব অনুষ্ঠিত হয়।ধামরাই শাখার ব্যাংকটির ব্যবস্থাপক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে করেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর মেয়র মো. মোকসেদ।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এক হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা নিয়ে আইএফআইসির মাসব্যাপী প্রতিটি শাখা- উপশাখায় উদযাপিত হচ্ছে আইএফআইসি মধুমাস উৎসব ২০২৪। পাড়ায় বা মহল্লায় আমাদের সেবা দেওয়ার লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।