
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ লিমন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যগন।
আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানা ধীন বালুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে।
এর আগে গত ৯ই জুলাই একই দিন সকাল বেলা বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরো ৯টি স্বর্ণের বার সহ মনোয়ার হোসেন নামে একজন পাচার করীকে আটক করে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃতঃ রবিউল হোসেনের ছেলে।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পেয়ে সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণপাচারকারীকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।