ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে স্বামী স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল।
রোববার (১৪ জুলাই) ভোরে উপজেলার ফুলচালা গ্রামের ব্যবসায়ী জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে।জয়নাল আবেদীন উপজেলার ফুলচালা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী জয়নাল ও তার স্ত্রী শাহজাদী বেগম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরে ৭-৮জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাত দলের সদস্যরা ঘরের বারান্দা গিরিল কেটে ভেতরে ঢুকে জয়নাল ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে তিনটি কক্ষের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্রের তালা ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নগদ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে ততক্ষণে ডাকাত দল সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।