
সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী জানান, নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত আরও পাঁচ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সাথে থেমে থেমে সংঘর্ষে জড়ায় পুলিশ।
শিক্ষার্থীদের একটি অংশ পাকিজা অতিক্রম করে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধরে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা।
প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কের মধ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীদের থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সাভার বাজার বাসস্ট্যান্ডে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে-ও পরিস্থিতি শান্ত করতে পারেনি। থেমে থেমে সংঘর্ষ চলছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।