
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের উত্তর বলরামপুর দারুছ ছুন্নাহ এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ৪৩ তম বাৎসরিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমার নামাজের পর থেকে রাত ১২ টা পর্যন্ত উত্তর বলরামপুর দারুছ সুন্নাহ এতিমখানা কমপ্লেক্সে মাঠে ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী। প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা নুরুল হাসান তাওহীদ ও বিশেষ বক্তা ছিলেন কাজী জাকির হোসেন হেলালী। সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ কলিমুল্লাহ ও পরিচালনা করেন রফিকুল ইসলাম রফিক।
এ রআগে এতিমখানা থেকে ৮ জন কোরআনে হাফেজকে পাগরী মোবারক পরিদান ও তাদের হাতে সনদ এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও প্রধান বক্তাসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।