
মোঃ রিফাত মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদান করার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক সংস্থার (আরএইচএল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গ্রীন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)'র সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় রেজিলিয়েট হোমস্টেড এন্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্যা ভার্নারেবল কোস্টাল পিপল অফ বাংলাদেশ (আরএইচএল) নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে কোডেক।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহকারী প্রকল্প সমন্বয়কারী (আর এইচ এল প্রকল্প) শেখ নজরুল ইসলাম, কোডেক মাইক্রোফিনান্সের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা, কোডেক ( আর এইচ এল) প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শিবলী, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান সহ আরো অনেকেই।
প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত সকলের সামনে উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।