সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে গৌরনদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ও আজকের প্রতিদিনের নির্বাহী সম্পাদক রাশেদ আহমেদ বরিশালের গৌরনদী উপজেলার মিচুয়াল ট্রাস্ট সংলগ্ন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগষ্ট) গৌরনদী উপজেলার মিচুয়াল ট্রাস্ট সংলগ্ন জামে মসজিদে আছর বাদ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছারাও দিয়াশুর ও চরদিয়াশুরের সকল মসজিদে আছর বাদ দোয়া ও মিলাদের অনুষ্ঠিত হয়।
এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্থ মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনও ভুলবো না। আল্লাহ যেনো তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।
সভার শুরুতেই জালিমের সকল প্রকার জুলুমের নাগপাশ থেকে দেশ মুক্ত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে এবং এ মুক্তির আন্দোলনে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।