প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ১:৩৮ এ.এম
গৌরনদীতে ছাত্র জনতার হাতে ধরাশয়ী অসাধু ব্যবসায়ীরা

কাজী রায়হান (রিফাত) স্টাফ রিপোর্টার
বরিশালের গৌরনদীতে পচা মরিচ, আটা ও রং মিশিয়ে হলুদ ও মরিচের গুরা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ছাত্র সমাজ। উপজেলার টরকী বন্দরের শাহ আলম (মেম্বার) খানের হলুদ, মরিচের গুরা তৈরির কারখানা সহ কয়েকটি কারখানায় এ অভিযান পরিচালানা করেন ছাত্র সমাজ।
সাধারণ শিক্ষার্থী সানাউল হাওলাদার বলেন, শনিবার দুপুরে হলুদ, মরিচের গুরা তৈরির কারখানা গুলোতে গেলে শাহ আলম (মেম্বার) খানের কারখানায় পচা মরিচ, আটা ও রং মিশ্রিত গুরা হলুদ, মরিচ দেখতে পায় শিক্ষার্থীরা।
পরে সেগুলো আটক করা হয়। বাকীদের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে প্রাথমিকভাবে সতর্কবার্তা দিয়ে আসেন শিক্ষার্থীরা। একইদিন বন্দরের একটি চাল মজুদ রাখার গোডাউনে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীরা সেখানে ভেজাল চাল দেখতে পেলে সঙ্গে সঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানকে বিষয়টি অবগত করলে তার নির্দেশনা অনুযায়ী গোডাউনটি তালাবদ্ধ করে দেয় ঔই শিক্ষার্থীরা।
এ বিষয় পরবর্তীতে উপজেলা সেনেটারী অফিসার কে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেন সহ অন্যান্যরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরবর্তীকালে ধারাবাহিকভাবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাধারণ ওই শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।