
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মানিকছড়িতে ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সম্প্রীতি সভা অনুষ্ঠিত ।
গতকাল বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মনিরুজ্জামান, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা সজল বরণ সেন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইউছুফ বাহার, উপজেলা কেন্দ্রীয় রাজশ্যামা কালি মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাদল বরণ সেন, উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি শিমোন কুমার ত্রিপুরা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করে দেশে অরাজকতার পায়তারা করছে দুষ্কৃতিকারীরা। যদিও মানিকছড়িতে এমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। তারপর এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উপজেলার সকল রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাসহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া ও ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন।
আর যদি অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটে সেক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের হটলাইন (০১৭৬৬- ৮৪৩৮০৯) নম্বরে যে কেউ এ সংক্রান্ত হামলার তথ্য জানাতে পারবেন। কেননা ধর্ম মন্ত্রণালয় জনগণকে তাৎক্ষণিক সহায়তার জন্য এই নম্বরটি চালু করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।