
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাসে আপন ছোট ভাইয়ের বসতঘর ভেঙে মালামাল লুট করে বসতবিটা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে আপন দুই বড় ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উত্তর পাড়া রফিক সরকারের ছেলে প্রবাসী আবু তাহেরের বাড়িতে।
এ বিষয়ে তিতাস থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন বলে,জানিয়েছেন প্রবাসী আবু তাহেরের স্ত্রী। সরজমিনে গেলে,আবু তাহের স্ত্রী ফারজানা আক্তার জানান,আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকেন। এ সুবাধে আমি বাড়িতে দুই মেয়ে এক ছেলে নিয়া একা থাকি। দুই দেবর ও ঝা আমার সাথে ভালো ব্যাবহার করেনা। আমাকে প্রায় সময় গালিগালাজ ও মারধর করতে আসে।
বৃহস্পতিবার সকালে আমার দুই ভাশুর ফারুক ও বিল্লাল এবং এক ঝা অতর্কিতভাবে আমার ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলেমেয়েদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর ওরা জোরপূর্বক আমাদের টিনশীটের ঘরটি ভেঙে ষ্টীলের আলমারিতে থাকা নগদ টাকা,স্বর্নলংকার,জামাকাপড় ,টিভি,ফ্রিজ,খাটসহ ঘরের সব আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতেই তারা ক্ষান্ত হইনি ঘরের টিন,পালা,ভেড়াসহ সব আসবাবপত্র নিয়ে গিয়ে বসতভিটি দখল করে বিল্ডিং তৈরি করার পায়তারা করছে। এখন আমি আমার সন্তানদের নিয়ে কোথায় থাকব। আমি এর উপযুক্ত বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত ফারুক হোসেন জানান,আমার ছোট ভাই আবু তাহের আমার ভরাটকৃত তিন শতাংশ যায়গা আমাকে কিছু না জানিয়ে আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। ঘর ভেঙেছি ও লুট করেছি তাকে জানিয়েই। তাছাড়া সে আমাদের কারোর কথাই শোনেনা এবং কি মায়ের কথাও। আমাদের বিল্ডিং করার যায়গা নেই তাই আমরা ঘর ভেঙেছি বিল্ডিং তোলার জন্য।
এবিষয়ে তিতাস থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান,এখন পর্যন্ত আমরা তিতাস থানা পুলিশ থানার বাহিরে কাজ করার অনুমতি পাইনি। তাই এই মূহুর্তে আমরা সরেজমিনে যেতে পারছিনা। ভুক্তভোগীদের সেনাবাহিনীর সহযোগীতা নেওয়ার পরামর্শ দিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।