
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম ২২ আগস্ট বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্যর নিকট পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, আমি পদত্যাগ করার মনস্থির করেছিলাম কয়েকদিন পূর্বে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমাকে ১৩ দফা দাবিনামা দেয়, যেখানে তারা আমার পদত্যাগ দাবি করেনি। আমি তাদের ১৩ দফার বেশিরভাগই বাস্তবায়ন করেছি। দু'একটা দাবির বাস্তবায়ন প্রক্রিয়াধীন।
এমতাবস্থায় গুটিকয়েক শিক্ষার্থী আমার পদত্যাগ দাবি করেছে, অধিকাংশ শিক্ষার্থী আমাকে থেকে যেতে অনুরোধ করলেও তাদের অনুরোধ রাখতে পারছি না।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।