
রিপোর্ট : মোঃ লাদেন
বরিশালের গৌরনদী উপজেলার টরকীসহ আসপাশের এলাকায় বসবাসরত সমাজের বিত্তশালী, সাধারণ জনগণ ও পেশার লোকদের আর্থিক সহায়তায় নোয়াখালীর বানভাসী মানুষের পাশে দাড়িয়েছেন টরকী যুব সমাজ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার দিনভর সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে তারা শুকনা খাবার, পানি, বিস্কুট, চাল, ডাল, তেল, আলু, লবণ, শিশুখাদ্য, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এসব ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেন টরকী বন্দর ব্যবসায়ী সুমন শিকদার, শিক্ষার্থী হীরা সরদার, কামরুল সোহেল, প্রবাসী জামান খান, শিক্ষার্থী মোঃ শাওন, চিরঞ্জিত, মোঃ তূর্য ও মৃদুলসহ ১২ জন স্বেচ্ছাসেবী।
অপরদিকে একইদিন বিকালে বানভাসীদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩৫ হাজার পাঁচথশ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কঁাঠালতলী এলাকাবাসী ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দনাথ বিশ্বাস, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজীব ইসলাম তারীম, শিক্ষক রাব্বী হাওলাদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।