গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদীতে ডিস লাইনের মালিকানা লিখে না দেয়ায় হামলায় চালিয়ে যুবদলের ৪ কর্মী-সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান ফকির ও তার সমর্থকদের বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় ডিস মালিক যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদারকে (৩৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডিস মালিক যুবদল কর্মী ইব্রাহীম হাওলাদার অভিযোগ করে বলেন দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত এলাকায় সাধারণ ভাবে ডিস ব্যবসা করে আসছেন তিনি। গত ৫ ই আগষ্ট সরকার পতনের পর থেকে বিএনপি নেতা শাহ্জাহান ফকির ও বিএনপি কর্মী সরোয়ার চৌকিদার তার (ইব্রাহীম) ডিস লাইন তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শাহজাহান ও তার সহযোগিরা আমাকে (ইব্রাহীমকে) স্থানীয় বিএনপি’র কার্যালয়ে ডেকে নিয়ে ডিস ব্যবসা লিখে নেওয়ার জন্য জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেষ্টা করে। ষ্ট্যাম্পে স্বাক্ষর দিতে রাজি না হলে শাহজাহান ও সরোয়ারের নেতৃত্বে ৬/৭ জন হামলা চালিয়ে আমাকে ও আমার বন্ধু সুজন কাজীকে বেদম মারধর করে। এ সময় তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসলে হামলাকারীরা যুবদল কর্মী মামুন হাওলাদার ও হান্নান ফকিরকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো.শাহজাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে উল্লেখিত ডিস লাইন দখলের অপবাদ দেয়ার বিষয়টি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন,আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেনস্তা করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। মুলত বিষয় টি হলো আমাকে ডেকে স্থানীয় একাধিক ডিস গ্রাহক জানায় বিগত ১০/১২ দিন ধরে তারা কোনো ধরনের ডিস ও নেট সেবা পাচ্ছেন না। তখন আমি ডিস ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদারের কাছে বিষয়টি জানতে চাই এবং দ্রুত সমস্যাটি সমাধান করার কথা বলি। এ সময় ডিস ব্যবসায়ী ইব্রাহিম আমার সাথে বেয়াদবীমুলক আচরন করায় ঘটনাস্থলে উপস্থিত থাকা এলাকার স্থানীয় একাধিক ডিস গ্রাহকদের সাথে ওই ডিস ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদারের সাথে বাকবিতন্ডা হয়, তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, সে সময় ওই ডিস ব্যবসায়ী আহত হলে আমি এবং তার দায়ের করা অভিযোগে উল্লেখিত মো. মামুন হাওলাদার ও মো. হান্নান ফকির সহ অনান্যদের সহযোগিতায় তাকে প্রথমে পাশ্ববর্তী চেঙ্গুটিয়া বাজারে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে পরবর্তীতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।