চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
সুহৃদ (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)এর ৪নং রমনা মডেল ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়, আজ সন্ধ্যা ৬ ঘটিকায় সুহৃদ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন এর কার্যনির্বাহী পর্ষদ, ২০ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
মোঃইয়াসির আরাফাত রিদয় (সভাপতি)। মোঃসাজ্জাদ হোসেন সাগর (সাধারণ সম্পাদক)। মোঃ আরমান হোসাইন অনিক কে ( সাংগঠনিক সম্পাদক ) করে একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। মানবসেবী সংগঠনের কাজকে বেগবান ও আগামীর প্রত্যয়ে এগিয়ে নিতে অনর্গল কাজ করে যাচ্ছে সুহৃদ স্বেচ্ছায় রক্তদানতাদের সংগঠনটি।
প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় আংশিক কমিটি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম সীমান্ত।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।