
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ নবীকূলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স.)'র পৃথিবীতে আগমন উপলক্ষ্যে কুমিল্লার তিতাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
মহিষমারী সূফী দরবার শরিফ ও উত্তর আকালিয়া গ্রামবাসীর যৌথ আয়োজনে গতকাল সোমবার সকালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবি (স.) মহা পবিত্র খুশির দিনে বর্ণাঢ্য এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
আনন্দ র্যালি'টি উপজেলার উত্তর আকালিয়া থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে বাতাকান্দি বাসস্টান্ড থেকে গাজীপুর বাসস্টান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে র্যালি শেষ হয়।
এসময় আনন্দ র্যালিতে অংশ গ্রহণ করেন হোমনা উপজেলা মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ), মাওলানা মুহাম্মদ আলী,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল উদ্দিন ফকির,ইদ্রিস আলী চিশতী,আমিন মিয়া,মিজানুর রহমান,মো.হানিফ মিয়া আমীন,বাদশা ফকির,জাকির সওদাগর,মো.সামির হোসেন ভূইয়া,মো.ইসমাইল হোসেন, বন্ধু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী তুহিন আহমেদ,মফিজুল ইসলাম বশীর,উপজেলা ইসলামি ছাত্র সেনার সভাপতি শাকিব খান শুভ, সুজন ভূইয়া ও মেহেদী হাসান তাহেরী প্রমুখ।
এরপর উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মুনাজাত পরিচালনা করেন মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ)।
দোয়া মুনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।