
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া দৌলতপুরে যুবলীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল মিঠুনের মিথ্যা ও সাজানো মূলক মামলায়। গ্রেফতার এর অভিযোগে এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আজ সকাল আনুমানিক ৮ টা ৩০ মিনিটে কুষ্টিয়া দৌলতপুরে ডাংমড়কা, বাগোয়ান। ডক্টর ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজ এর সামনে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী সহ এলাকাবাসী। এ সময় সকল স্তরের জনগণ এর দাবি ছিল জাফর ইকবাল মিঠুনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে অতএব তাকে মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
প্রশাসন যেন দ্রুত জাফর ইকবাল মিঠুনের মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্তে মুক্তি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।