
জিহাদ হাসান, জাজিরা (শরিয়তপুর) প্রতিনিধ :
শরীয়তপুরের জাজিরায় বালির নিচ থেকে এক নারীর(৩৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জাজিরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের শিমুলতলার মোল্লাকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন খোঁজ নিতে গিয়ে স্থানীয় মোকলেস দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশে বালু দিয়ে ভরাট করা স্থানে বালুর নিচে মানুষের অর্ধগলিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ বলছে, মরদেহটি ৩০-৩৪ বছর বয়সের এক নারীর। ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বালু চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, উদ্ধারকৃত নারীর কোন পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।