
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের বার্থী এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১২ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।