
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দখল, সন্ত্রাস ও দলীয় শৃঙলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি সহ নানা অনিয়মের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক শরীফ জাকির হোসেন, সদস্য ফরহাদ হোসেন ও বিএনপির কর্মী নাজমূল হাসান মিঠুকে দল থেকে বহিস্কার করা হযেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের রোববার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দখল, সন্ত্রাস ও দলীয় শৃঙলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি সহ নানা আচারনের কারণে উল্লেখিত তিনজনকে দল থেকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।