
গৌরনদী প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম : বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের কাঠপট্টি কাঠের দোকানে আগুন লেগে তিনটি দোকান পুড়ে যায়।টরকী বন্দর কাঠ ব্যাবসাই সেলিম বেপারী প্রতিদিনের মতো ঐদিন ও সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান।
রাত প্রায় ১২:৩০মিনিট এর সময় টরকী বন্দরের পাহারাদারের আগুন আগুন চিৎকারে এলাকাবাসি ছুটে আসেন ও টরকী বন্দর বর্ণিক সমিতির সভাপতি: শরীফ সাহাবুব হাসান। গৌরনদী ফায়ার সার্ভিস এ ফোন করলে৷ ফায়ার সার্ভিস এর টিম এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে কি ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দোকানের মালিক সেলিম বেপারী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত ১২:৩০ মিনিট এর দিকে আমাকে টরকী বন্দর বর্ণিক সমিতির সভাপতি শরিফ শাহাবুব হাসান ফোন করে আগুন লাগার ঘটনাটি জানান। আমি এসে দেখি আমার তিনটি দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে সিগারেট অথবা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।আগুন নিভাতে এসে বর্ণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, টরকী বান্দর ব্যবসায়ী জহির হাওলাদার, আলামিন, সজীব সরদার, শিমুল সরদার, হাবুল আকন,শাহালম ঘরামী আহত হন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।