
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ৪ টি পরিবারের ৮টি ঘড় পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে নগদ সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের রেল স্টেশনের পশ্চিমে জগথা মহল্লায় নাশিরের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়। আগুন গড়ের ভিতর দিয়ে ছড়িয়ে পড়ে। এতে নাসির, মোস্তাক ও মোস্তাফিজুরের ৬টি ঘড়ের আসবাব কাপড় চোপড়, আসবাবপত্র সহ সর্বস্ব পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ হয় তরিকুলের ২টি ঘড়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পুরিবার গুলোকে পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ^স দেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।