
আব্দুল বাতেন লাবু, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোভ্যানের এক্সেল ভেঙ্গে যাওয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী ঝর্ণা বেগম(৪৩) নামের এক গৃহ বধু নিহত ও অপর ৩ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফারাম নামক স্থানে বাগদা বাজার থেকে আসা একটি অটো ভ্যানের চাকার মাঝখানে এক্সেল ভেঙে রাস্তা মাঝখানে ৪ জন যাত্রী রাস্তায় সিটকে চলন্ত তেলের লরির নিচে পরে ঘটনা স্থলেই ঝর্ণা বেগম(৪৩) নামের এক গৃহ বধু নিহত এবং ভ্যানে থাকা অপর ৩ যাত্রী গুরুত্বর আহত হয়।
নিহত ঝর্ণা বেগম দরবস্ত ইউনিয়নের হরিপুর বগুলাগাড়ী আব্বাস আলীর স্ত্রী। আহতরা একই এলাকার দুলু মিয়া (৩০), খালেক(২৩), জিহাদ(২৫) আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।