
🌸 জান্নাজি 🌸

জান্নাজি তুমি নিঃশব্দ ভোরের মতো,
আলো আর কোমল বাতাসে মাখা।
তোমার হাসি যেন রোদের নরম ছোঁয়া,
মন ভুলে যায় সব দুঃখ-ব্যথা।
চোখ রাখলে আমার সমস্ত কথায়,
জান্নাতি এক শান্তি নেমে আসে।
তোমার উপস্থিতি স্বপ্নের বাগান,
যায় না ভুলে কোনো ভোর-রাতে।
তুমি আমার প্রার্থনার সুর,
আলোর পথে হাঁটার দিশা।
জান্নাজি, তোমায় ঘিরে গড়ে ওঠে
আমার জীবনের সবক’টা আশা।