
নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনা, সংসদ ভবন এলাকায় হাদির কবর দেওয়াসহ মোট ৬ দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, “হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”
সড়ক অবরোধের ফলে রাত ১২টা থেকে ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দুই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালনের পর রাত আনুমানিক ২টার দিকে ছাত্রজনতা স্বেচ্ছায় অবরোধ তুলে নেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।