
মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা মুন্সীগঞ্জে শীত বস্ত্র বিতরণ হয়েছে। সোমবার (২২ শে ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার ১হাজার দুঃস্থ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারন করে সকল সংকটে মানুষের পাশে দাড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হলো। একার্যক্রম আরো চলবে বলে জানান তিন।
এদিকে কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। এতে অংশনেয় অনুষ্ঠানে উপকারভোগী সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।