
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৪৪), কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের আনোয়ার হোসেন (৫৮), কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের এম এ হাবিব (৫৩)।
পুলিশ জানায়, আওয়ামীলীগ এর তিন নেতাকে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় একই সঙ্গে থানার চলমান সি আর মামলায় আরোও তিনজনকে আদালতে প্রেরণ করা হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’