
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানষিক ও বাক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্ঘটনাবশত পুকুরে ডুবে তার মৃত্যু হতে পারে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ধামরাই পৌরসভার বড়বাজার এলাকায় উপজেলা পরিষদের ইউএনওর বাসভবনের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে উপজেলার নিরাপত্তা কর্মীদের জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
মৃত সন্ধ্যা রানী পাল ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার মৃত নিপেন্দ্র পালের কন্যা। তিনি অবিবাহিত ছিলেন ও ভাইদের পরিবারে থাকতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, উপজেলা পরিষদের পাশেই থাকতেন তিনি। দিনভর আশপাশ দিয়ে ঘুরাঘুরি করতেন ও গোসলসহ সব প্রয়োজনেই উপজেলা পরিষদের পুকুর ব্যবহার করতেন। তবে তিনি সাঁতার জানতেন না। ভোরের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে উপজেলার দিকে যান। পরে সেখানেই পুকুরে ডুবে তার মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারাই সৎকার করছেন।