
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান বলেছেন, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।
ভোটের জন্য আমাদের দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া তার জীবন দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর তিনি আন্দোলন করেছেন এবং অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন।”
বৃহস্পতিবার রাত ৭.১৫কালিয়াকৈরের রঘুনাথপুর বাজারের নির্বাচনী পথসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনাদের পাশে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতে থাকব । আপনারা আমাকে ভোট না দিলেও ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের নাগরিকের ভোটের অধিকার নিশ্চত করার জন্য বিএনপি দীর্ঘ দিন আন্দোলন সংগ্রাম করেছে। আজ আমরা আপনাদের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিলাম।
মো. বাহার উদ্দিন মেম্বারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি পারভেজ আহমেদ,উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার আখতাউজ্জামান, উপজেলা বিএনপি সদস্য সচিব এম আনোয়ার হোসেন,সাবেক সভাপতি বোয়ালী ইউনিয়ন বিএনপি আলী আজম খান প্রমূখ ।
পথসভা পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাড. রিপন আল হাসান।
এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।