
আনোয়ার হোসেন, বেনাপোল : বেনাপোল স্হল বন্দর দিয়ে আমদানি কমলেও গত ৬ মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৬ শতাংশের বেশি। কাস্টমস হাউস কর্মকর্তারা বলেছেন, বাণিজ্য সহজীকরণের সুফল মিলছে।

রাজস্ব আদায় বাড়াতে কার্গো ভেহিকেল টার্মিনাল বড় ভূমিকা রাখছেন বলে মনে করেন ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্স। এর দ্রুত পণ্য খালাসের পথে জটিলতা দূর করা হলে রাজস্ব আদায় আরও বেশী বাড়বে বলে দাবি ব্যবসায়ীদে।
২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রার বিপরীতে বেনাপোল কাস্টম হাউস প্রথম ৬ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ২২৫ কোটি টাকা। এ সময় রাজস্ব আয়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৬ দশমিক ০৩ শতাংশ। যদিও কাস্টমস হাউস হিসাবে, বছর ব্যবধানে এসময়ে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে ৬ শতাংশ।
উল্লেখ্য, গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ২১৬ কোটি টাকা রাজস্ব আয় করেছিল বেনাপোল কাস্টম হাউস।
বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, রাজস্ব আহরণের দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই অবস্থান বেনাপোল স্থল বন্দর। প্রতিবছর কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোলস্হল বন্দর থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে থাকেন। যাহা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন।
বেনাপোল সি এন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানায়, বাণিজ্যিক সুবিধা বাড়লে এই বেনাপোল ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানির পরিমাণ আরও বাড়বে বলে জানান।
রাজনৈতিক পট পরিবর্তনের পরও রাজস্ব আয়ের এমন প্রবৃদ্ধি অর্জনে সম্প্রতি বেনাপোল স্হল বন্দরের শূন্যরেখায় ৪১ একর জমিতে চালু করা কার্গো ভেহিকেল টার্মিনাল বড় ভূমিকা রেখেছে বলে দাবি ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের। সাংগঠনটির পরিচালক মতিয়ার রহমান জানায়, বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে। আগামীতে এই পথে আমদানি ও রাজস্বের পরিমাণ আরও বাড়বে।
রাজস্ব আহরণ বাড়াতে বাণিজ্যসহজীকরণে মনোযোগ বাড়ানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) ফয়সাল আহসান সজীব জানান, বন্দরের নতুন করে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।
বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ কামরুজ্জামান জানান, আমদানি কিছুটা কমলেও রাজস্ব আয়ের প্রবৃদ্ধি বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ। সবার সহযোগিতায় রাজস্ব আদায়ে এই সফলতা এসেছে।