
সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের আশুলিয়ায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে এক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা ও দুই প্রতিষ্ঠানকে তালাবদ্দ সহ সীলগালা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ছিচল্লিশ মিনিটে আশুলিয়ার বাইপাইলের ইউনিক বাসস্টান্ডে এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মণ্ডল।
আব্দুর জব্বার মন্ডল বলেন, জাতীয় ভোক্তা অধিকার পরিষদ মহাপরিচালকের নির্দেশে সারাদেশে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এরই অংশ হিসেবে আশুলিয়ার ইউনিক বাসস্টান্ডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এখানে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রি করে আসছিলো এবং ব্যবসার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় ইউনিক মেডিসিন কর্নার, সামিয়া ফার্মেসীকে তালাবদ্দ- সীলগালা সহ সাময়িক সময়ের জন্য দোকান বন্ধোর নোটিশ দিয়ে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় শেফা ফার্মেসীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জাতীয় ভোক্তা অধিকারের এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।