
পরেশ চন্দ্র বর্মন
শান্তি নাই শান্তি গেছে মরে
সুখ নামের পাখি গেছে উড়ে।
শান্তি নাই, শান্তি হয়েছে পুড়ে ছাই
কুঁড়ে ঘরে এখন আর সুখ নাই।
নিত্য দিনে বাড়ছে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি
জনতা নিস্তব্ধ বয়ে চলে কষ্টের নিরবধি।

চারিদিকে চাঁদাবাজ আর সন্ত্রাস
অবরুদ্ধএক দীর্ঘ নিঃশ্বাস।
শান্তি নাই, শান্তি গেছে মরে
দেশটা বুঝি গেল এবার রসাতলে।
মৃত্যু যেন আজকাল স্বাধীনতা
বিবেকহীন জাতি দাড়িয়ে দ্যাখে তামাশা।
শান্তি নাই, শান্তি গেছে অচীন পুর
দুর্নীতি আর চাঁদা বাজে দেশ ভরপুর।
ধর্ষক করে নারী ও শিশু ধর্ষণ
ধর্ষিতার চোখে ঝরে শ্রাবণের বারি বর্ষণ।
শান্তি নাই আমার দেশে, শান্তি গেছে মরে
এই বুঝি ভুল করেছি
জীবন দিয়ে দেশের তরে।
চারপাশে লাশের গন্ধ ভাসে
নরপিশাচরা হাসে
দেশে শান্তি নাই,
শান্তি গেছে নোনা জলে ভেসে।
নিস্তব্ধ পৃথিবী শুধু তাকিয়ে রয়
নারীর উর্বর ভূমির ফসল খোঁজে
জানোয়ার করে জয়।
শান্তি নাই, শান্তি গেছে ঐ নীল আকাশে
আজ নারীর অন্তর্বাস উড়ে
স্বাধীন দেশের আকাশে বাতাসে।
শান্তি নাই, শান্তি গেছে মরে
সোনার বাংলা আমার গেছে পুড়ে।
লেখক, দ্বি-মাসিক উচ্ছ্বাস সাহিত্য পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর, স্বজন সমাবেশ, উপজেলা-নাগেশ্বরী।