1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলাকারী ‍পুলিশ সদস্য ক্লোজড গৌরনদীতে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ন্যায় ও ইনসাফভিত্তক রাষ্ট্র গঠনে “দাঁড়িপাল্লা” প্রতিকে ভোট দেওয়ার আহবান- মাওলানা আবুল কালাম আজাদ গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত গাজীপুর-১ আসনে মনোনয়ন পাওয়ায় মেয়র মজিবুর রহমানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও র‍্যালী অনুষ্ঠিত নেত্রকোনায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত দেশের মানুষ দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : চরমোনাই পীর মাহফিলে বয়ানরত অবস্থায় লুটিয়ে পড়লেন বক্তা, হাসপাতালে মৃত্যু সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

ঠাকুরগাঁওয়ে তীব্র কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজতলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাঘের শেষপথে এসেও ধু ধু করছে ফসলের মাঠ। অথচ এমন সময় কচি ধানের সবুজে ছেয়ে যেত কৃষকের ক্ষেত। তবে ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে দিশেহারা ঠাকুরগাঁওয়ে কৃষকরা।তীব্র কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ জেলার বোরো ধানের বীজতলা। সময়মতো ধান রোপণ না করতে পারায় বৈশাখের বৈরী আবহাওয়ায় নষ্ট হতে পারে ধান। এ ছাড়াও দেরিতে ফসল কাটলে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে যদিও বোরো মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।চলতি বোরো মৌসুমে জেলায় ১৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও টানা শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা আর রোদ না থাকায় রোগাক্রান্ত বীজতলা। কোথাও হলুদ বর্ণ, কোথাও শুকিয়ে লাল হয়েছে ধানের চারা। বাধ্য হয়ে আবারও নতুন করে বীজতলা তৈরি করছেন অনেকে। এতে খরচ বাড়ছে কৃষকর।

ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের কৃষক দানেশ বলেন, বীজতলায় ৫০ কেজি ধান লাগানো হয়েছে। তবে ২০ কেজির মতো ধানের চারাই কুয়াশায় নষ্ট হয়ে গেছে। এখন আবারও ধান ফেলতে হতে পারে অথবা বীজ কিনতে হবে আর কি।

একই এলাকার মানিক বলেন, বীজ ধানের দাম তো বেশি। দুবার করে বিছন (বীজতলা) ফেলায় খরচ বাড়বে। কিন্তু কারও কাছে যে কিনে নেব তাও সম্ভব না। সবারই বীজ নষ্ট হয়েছে। চারা নষ্ট হয়ে জমিতে সময়মতো রোপণ করতে না পারায় দেরিতে ফলবে ফসল। কালবৈশাখী ঝরের আগে ঘরে তুলতে না পারলে গত বছরের মতো আবারও মাঠে নষ্ট

হতে পারে পাকা ধান।আগের বছরে এমন ক্ষতির শিকার আশরাফুল বলেন, আগের বারও বৃষ্টিতে পানি বেঁধে ৪ বিঘা জমির ধান কাটতেই খরচ বেশি লেগেছে । এবারও সময়মতো ধান লাগাতে পারিনি। বীজতলায় ওষুধ দিলাম, তবে কোনো লাভ হয়নি। এ ছাড়া আগে ভাগে বাজারে তুলতে না পারলে ভালো দাম না পাওয়ার শঙ্কাও কৃষকের।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, কোল্ড ইনজুরির কারণে বীজতলা কিছুটা নষ্ট হয়েছে। এরপরও যে পরিমাণ চারা আছে তাতে বোরো মৌসুমের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না। রোদ ওঠায় এখন আর বীজতলা নষ্ট হবে না। এ ছাড়া হাইব্রীড সহ বিলম্বিত জাতের ধান লাগানোর পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বর্তমানে বোরো ধানের আবাদ কার্যক্রম চলমান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আলমগীর কবির জানান, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮০ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় দুই লাখ ৮০ হাজার ৬৩২ মেট্রিক টন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট পাঁচ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যা গত বছরে ছিল ৬০ হাজার ১৫০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিক টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম আরো বলেন, কৃষি বিভাগ থেকে এরই মধ্যে কৃষকদের বিভিন্ন তথ্য প্রদানসহ সহযোগিতা করা হয়েছে। এখন পর্যন্ত শীতের কারণে বেশ কিছু এলাকায় সামান্য কোল্ড ইনজুরিতে বোরো বীজতলার ক্ষতির খবর পাওয়া গেলেও সেটি বড় সমস্যা নয়। জেলার কৃষকদের প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়ার প্রশংসা করে তিনি জানান, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমনের মতো বোরো ধানেরও বাম্পার ফলন হবে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD